আদিবাসী কৃষক আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এসময় জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেক মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহানগর আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আলিন্দরায় বিশ্বাস, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, নাটোর জেলার সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কাসহ বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তাগণ বলেন, ধানের জমিতে আদিবাসী সম্প্রদায়ের দুই কৃষক পানির জন্য ঘুরে ঘুরে না পেয়ে নলকূপের অপারেটর শাখাওয়াতের হয়রানিতে অতিষ্ঠ হয়ে বিষ পান করে আতœহত্যা করেছে। আদিবাসীরা এমনি ভাবে যুগযুগ ধরে নির্যাতিত হয়ে আসছে। তাই এ হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।