আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মেসার্স মো: আবুল হোসেন ’ এর বর্ণিল আয়োজন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহীতে নারী দিবস উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মো: আবুল হোসেন মাঠপর্যায়ে কর্মরত নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দিয়ে নারীদের পথচলাকে আরও সুগম করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় একটি আলোচনা সভার মধ্য দিয়ে। পেশাগত ক্ষেত্রে ‘জেন্ডার বৈষম্য নিরসন’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহিনা আক্তার। আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায় ক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ, ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্যে ‘অগ্রণী’ পুরস্কার প্রদান করা হয়। ‘নারী উদ্যোক্তা’ শ্রেণিতে সাবিনা ইয়াসমিন ও ববি; এবং ‘নারীর ক্ষমতায়নে অবদান ‘ শ্রেণিতে প্রশান্ত কুমার সাহা কে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেসার্স মো: আবুল হোসেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আবুল হোসেন।