আরএমপি‘র অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে আটক ৬

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ৬ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কলাবাগান এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে ও রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সেন্টু, মহানগরীর রাজপাড়া থানাধীন দাষপুকুর এলাকার বাবুর ছেলে ও রাজশাহী মহানগর ছাত্রলীগের কর্মী নাঈম এবং চন্দ্রিমা থানাধীন শিরইল কলোনী এলাকার মো: নুর উদ্দিন শেখের ছেলে ও শাহমখদুম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু কলেজের প্রফেসর লুৎফর রহমান ।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।