এক টাকার হাট: মূল্যবৃদ্ধির বাজারে রাজশাহীতে গরিবের স্বস্তি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে রাজশাহীতে একদিনের ৭ টাকার হাট বসিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে মহানগরীর নাইস কনভেনশন সেন্টারে ভিন্নধর্মী এ বাজারের আয়োজন করা হয়। বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ বাজার থেকে নামমাত্র মূল্যে চাল, ডাল, তেল, আটা, লবন, পিয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি অসহায় দরিদ্র নগরবাসি। এ বাজারের প্রায় ১৭০ টি পরিবার এ সুবিধা পেয়েছে। এ বাজার থেকে সাত টাকায় ১৫ টা পণ্যনের মধ্যে ৭ টা পন্য বেছে নিতে হবে। এক টাকায় তিন কেজি চাল, এক টাকায় এক কেজি ডাল, এক টাকায় এক লিটার তেল, এক টাকায় দুই কেজি আলু, এক টাকায় একটি ব্রয়লার মুরগি কেনার সুবিধা পেয়েছে দরিদ্র পরিবারগুলো। এই মূল্যে সর্বোচ্চ ৭ টাকার পণ্য কেনার সুযোগ পেয়েছে প্রতিটি পরিবার। যার বাজার মূল্য ৮০০ থেকে ১০০০ টাকা। উল্লেখ্য, জনকল্যাণমূলক এসব কর্মকান্ডের জন্য প্রতিষ্ঠানটি চলতি বছর একুশে পদকে ভূষিত হয়।