করোনার কারণে রাজশাহীর খেতুরী ধামে পূজা আর্চনা ছাড়া সকল কার্যক্রম বন্ধ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী জেলায় গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব অনুষ্ঠিত এবার করোনার কারণে পূজা আর্চনা ছাড়া সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে শ্রী শ্রী গৌরাঙ্গঁদেব ট্রাষ্ট বোর্ডের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্রী শ্রী গৌরঙ্গঁদেব ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মদন মোহন দে।
তিনি জানান, আগামী ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত গোদাগাড়ী থানাধীন প্রেমতলীস্থ শ্রী পাট খেতুরী ধামে শ্রী কৃষ্ণা পঞ্চমী উৎসবে মন্দিরের সকল গেট বন্ধ থাকবে। মন্দির চত্বরে ধর্মীয় পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুধু তাই নয় এবারে মন্দিরের বাইরে কোনো কির্ত্তনের প্যান্ডেল, অস্থায়ী দোকানপাট বা অন্যান্য অনুষ্ঠান ও হচ্ছে না।
তিন দিনের এ মহোৎসবে প্রতি বছর দেন দেশ-বিদেশের প্রায় ২০ লাখ ভক্তবৃন্দের সমাগম হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে এত ভক্তবৃন্দের সমাগম হলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে। তাই পূজা আর্চনা ছাড়া অন্য সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গৌরাঙ্গঁদেব ট্রাষ্ট বোর্ডের সাধারণ সম্পাদক শ্রী শ্যামাপদ স্যানাল, সদস্য বিকাশ কুমার, সুনন্দন দাশ রতন, গনেশ চন্দ্র ঘোষ, বাবু মন্ডল প্রমূখ।