কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মহাপ্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া
শেয়ার করুন
করোনার দুঃসময়ে আরও এক দুঃসংবাদ। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। গতকাল সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এন্ড্রু কিশোরের মৃত্যুতে দেশের সঙ্গীত প্রিয় মানুষের মাঝে নেমে এসেছে, শোকের ছায়া। শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেলের হিমঘরে। অস্ট্রেলিয়া থেকে সন্তানরা ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে।