চারঘাটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্ভোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
কৃষি প্রযুক্তি মেলা ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী এই মেলা চলবে বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতন ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, জেলা কৃষি অধিদপ্তর সাবেক উপ পরিচালক বজ্রহরি দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি উপজেলা কৃষি প্রযুক্তি মেলার ২০টি স্টল পরিদর্শন করেন।