জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন বিষয়ক রাজশাহীতে বিএনপি’র মতবিনিময় সভা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

“জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য” বিষয়ক বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার মহানগরীর একটি রেস্তোরাঁয় বিএনপি মিডিয়া সেল এর আয়োজনে রাজশাহী বিভাগের বিশিষ্ট সুধী সমাজ, স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি’র সংসদ সদস্য রুমিন ফারহানা, মিডিয়া সেলের সদস্য মোছাঃ শাম্মী আক্তার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সাবেক ভিসি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, রুয়েট শিক্ষক ডক্টর প্রফেসর এস এম আবদুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফজলুল হক, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক কাদের গনি চৌধুরী, আলী মাহমুদ প্রমুখ।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। সভা সঞ্চালনায় করেন আতিকুর রহমান রুমন।

বক্তাগণ বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করতে হবে আমাদের। পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ রাজপথে থাকতে পারবে না। এছাড়াও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এক কক্ষ বিশিষ্ট সংসদ থেকে দুই কক্ষ বিশিষ্ট সংসদ করা হবে।