ডিজিএনএম পরিচালকের পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল
বিস্তারিতদেখুননিচেরভিডিওলিংকেসেলিমউদ্দীনেরপ্রতিবেদনে…
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রাজশাহী নার্সিং কলেজ থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর ঘুরে আবারও নার্সিং কলেজে এসে শেষ হয়।
এতে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। পরে নার্সিং কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নার্সিং কলেজের শিক্ষক ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের মধ্যে নার্সিং ইন্সট্রাক্টর মনিরুল হাসান হেলাল, নার্সিং ইন্সট্রাক্টর শহীদুজ্জামান শাহীন, নার্সিং ইন্সট্রাক্টর সোলাইমান হোসেন, প্রভাষক আকতারা বেগম ও বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবি জানাচ্ছি। আর পদত্যাগ না করলে কঠর আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।