তিন ঘণ্টা বন্ধের পর সকাল ১০ টা থেকে রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
তিন ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টা থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
আজ সোমবার সকাল সাতটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির শেষের একটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৬টা ২০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়ে। উদ্ধারকাজ শেষে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।