৮ দফা দাবিতে রাজশাহীতে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গণমাধ্যমকর্মী আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা ও বেকয়া পরিশোধ সহ ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

আজ শনিবার সকালে মহানগরীর দড়িখড়বোনা মোড়ে বিএফইউজে’র আয়োজনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।