নবায়নযোগ্য জ্বালানীর প্রচারণায় রাজশাহীর মাঠে তৃণমূলের নারীরা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর তৃণমূলের নারীরা নতুন বছরে নবায়নযোগ্য জ্বালানীর পক্ষে প্রচারণা চালিয়েছে। আজ সোমবার বেলা ১১টায় নগরীর বড়কুঠি এলাকায় “পরিবর্তন রাজশাহী,” “ক্লিন,” এবং “বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)” এর আয়োজনে এই প্রচারণা চালানো হয়।

নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে সংস্থা গুলোর নের্তৃবৃন্দ বলেন, সারা দেশের মানুষকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের পথে সকল বাধা বিপত্তি দূর করতে এবং নতুন বছরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে ভিন্নধর্মী এই প্রচারাভিযান আয়োজন করা হয়। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি গ্রহণের পথে বহু বছর ধরে বিভিন্ন বাধা বিদ্যমান। এই বাধাগুলোর মধ্যে রয়েছে জটিল অনুমোদন প্রক্রিয়া, আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নীতিমালার ঘাটতি। রাজশাহীর এই উদ্যোগ, শুধু বাধাগুলো শনাক্ত করেই ক্ষান্ত হয়নি বরং এগুলো সমাধানের জন্য নির্দিষ্ট দাবিও উত্থাপন করেছে। টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য আমাদের সবার।

এসময় উপস্থিত ছিলেন, নারী নেত্রী পিয়া খাতুন, শাপলা খাতুন, নুপুর সুলতানা, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান ও দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনান প্রমূখ নের্তৃবৃন্দ।