নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ৭ মার্চ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের উপস্থাপনায়…

“৭ মার্চ : স্বাধীনতার জীয়নকাঠি” শীর্ষক আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ।

এসময় মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজের অধ্যাপক মলয় ভৌমিক।

এদিকে, দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে মহানগরীর কুমারপাড়া এলাকার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, জেলা, উপজেলা, থানায় দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকযোগে সম্প্রচার করা হয়।