পকেট কমিটি বাতিলের দাবিতে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ কারী রাজশাহীর ছাত্র সমাজ।

রোববার দুপুরের দিকে, নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ দাবি জানান।

তারা বলেন, জুলাই বিপ্লবে সারাদেশের মতো রাজশাহীর ছাত্রজনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। তবে একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করা হয়েছে। যেখানে বাম থেকে শুরু করে দোসরদের সদস্যরা স্থান পেয়েছে। এটা শহীদদের রক্তের সাথে বেঈমানি ছাড়া আর কিছুই নয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী, কেন্দ্রীয় আহবায়ক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরের এই কমিটি ঘোষণা করে। তারপর থেকেই এই কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।