পল্লী চিকিৎসক হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

পল্লী চিকিৎসক আব্দুল মান্নান-এর হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে হত্যাকারীদের ফাঁসির দাবিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের দুই ছেলে মাইনুল হোসেন লিপন ও মোহাম্মদ মাহিন হোসেন লিমন ও ইউনিয়ন পরিষদ সদস্য সাবদুল ইসলমসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, হত্যার সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। পরবর্তী সময়ে চারঘাট থানায় মামলাটির অগ্রগতি না হওয়ায় রাজশাহীর একটি আদালত গত ৭ জুলাই মামলাটি পিবিআইকে হস্তান্তরের আদেশ দেন। পিবিআই মামলাটি নেওয়ার পরে ঘটনাস্থলে দুইবার গেলেও গত চার মাসে আজও হত্যার রহস্য খুজে পাননি তারা। এসময় বক্তারা অতিদ্রুত হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রমজানের সময় নিজ বাড়ি সংলগ্ন ফসলের জমিতে কিটনাশক স্প্রে করতে গিয়ে পল্লী চিকিৎসক আব্দুল মান্নান সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।