প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এছাড়া সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ বিভাগের সকল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান।