প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পন্নের দাবি: পিপলস সার্ক লিংক ফোরাম বাংলাদেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে অন্যান্য চুক্তি-সমঝোতার পাশাপাশি তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পন্নের দাবি জানিয়েছে পিপলস সার্ক লিংক ফোরাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি।

সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বলেন, তিস্তার পানি দিবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাথ্যায় তা চরম মানবতাবিরোধী বক্তব্য প্রদান করেছেন। আন্তজার্তিক নদী চুক্তি আইন ভারতকে অবশ্যই মানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লি সফরে যাচ্ছেন আগামী ৫ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর এই সফরে ভারতের সঙ্গে এক ডজনের বেশি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে। আর এই আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা পানি বন্টন চুক্তি। তবে শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা পানি বন্টন চুক্তির বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পিপলস সার্ক লিংক ফোরামের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক রাশেদ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক অঞ্জনা রায়, সহ-সভাপতি ডা. আব্দুল মান্নান ও সদস্য শান্তি রঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন।