প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি’র সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুর সাড়ে তিনটা দিকে মহানগরীর ভুবনমোহন পার্কে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সমাবেশে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মশিউর রহমান। এসময় রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক ইরশাদ আলি ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।

সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

অযৌক্তিক এই মূল্য বৃদ্ধির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি