বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরনে মতবিনিময়

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর সম্মেলন কক্ষে রাজশাহীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্তিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটর, রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক বাঙালী কৃষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রক্ষগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কার সভাপতিত্বে ও সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথারের সঞ্চলনায় প্রবন্ধপত্র পাঠ করেন সিসিবিভিওর প্রতিবেদক ও মূল্যায়ন কর্মকর্তা প্রদীপ মার্ডী। পরে বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি, রক্ষগোলা নেতৃবৃন্দ ও প্রান্তিক কৃষকদের সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয় । এতে কৃষক, ডিপ অপারেটর, মিডিয়াকর্মীরা পানির সমস্যা নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও সমাধান এবং মতামত তুলে ধরেন।

সভায় প্রবন্ধ ও অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনার প্রেক্ষিতে বিএমডিএ প্রতিনিধিরা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিবিভিওর প্রধান নির্বাহী সারওয়ার-ই-কামাল।