বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ রাজশাহীর সীমান্ত থেকে উদ্ধার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ রাজশাহীর সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারু মন্ডলপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় যুবকের লাশ দেখতে পান গ্রামবাসী। নিহত যুবক ওই এলাকার মনজুর হোসেনের ছেলে মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল একজন কৃষক ছিলেন। তবে তিনি চরে মোটরসাইকেলের রাইডারও ছিলেন।

বিজিবি’র রাজশাহীর-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠুন মন্ডল কৃষি কাজের পাশাপাশি চরে মোটর সাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়ে ছিল। লাশ উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি। লাশটি বর্তমানে বিজিবি’র হেফাজতে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।