বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন রাজশাহীতে জীবন স্বাভাবিক রয়েছে, গতরাতে ২টি বাসে আগুন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের ২য় দিন রাজশাহীতে জীবন স্বাভাবিক রয়েছে। আজ সোমবার সকালে হরতালের সমর্থনে মহানগরীর নিউ মার্কেট এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। পরে তারা রাস্তায় ইট পাটকেল ভেঙ্গে পালিয়ে যায়। এদিকে গতকাল রাতে গোদাগাড়ী উপজেলা ও পুঠিয়া উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। তবে এঘটনায় কোন আহত বা নিহত হয়নি। এছাড়া যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই-একটি বাস চলাচল করছে। মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল হওয়ায় দোকানপাট এখন পর্যন্ত খুলেনি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বোঝা যাবে। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ। হরতাল প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।