বিশ্ব মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজশাহীতে ঈদের নামাজ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

যথাযোগ্য মর্যদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে বিভাগীয় মহানগরি রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নগরীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও ওলামায়েকেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রধান এই ঈদ জামাতে নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন, রাজশাহীর দারুল উশাহা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ওমর ফারুক। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ-শান্তি-,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।