ভারতে মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার পর মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ইসলামাী আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহীর সভাপতি ও রাজশাহী উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা মোস্তফা আল মারুফের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব ফয়সাল হোসেন মনি, সাধারণ সম্পাদক তারিফ উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান কায়সারী, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

বক্তাগণ বলেন, সম্প্রতি ভারতে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসুলুল্লাহ্ (সাঃ) এবং তার স্ত্রী আয়েশা (রাঃ) এর শানে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। শুধু মুসলিমরাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের সকল মানুষ রাসূল (সাঃ) কে একজন সত্যের দিশারী বলে মান্য করেন। কিন্তু সেই মহামানবকে নিয়ে আজ কটাক্ষ করা হয়েছে। বিজেপির উক্ত দুই নেতার শুধু পদত্যাগই যথেষ্ট নয়। বরং তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসার জন্য আজকের এই সমবেশ থেকে জোর দাবী জানাচ্ছি।