ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে, রাজশাহীতে রিজভী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

‘আনুপাতিক হারে নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র করলে মানুষ মেনে নেবে না, ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে’ বলে মন্তব্য করেছন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার জনগনের প্রত্যাশার বাইরে গিয়ে অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে জনগন তা মেনে নেবে না। দ্রব্য মূল্যের দাম কমানো না গেলে মানুষ মুখ ফিরিয়ে নিবে।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের সহযোগিতায় রাষ্ট্র কে অপরাধী বানিয়ে ছিল। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতেও শেখ হাসিনা ভারতের সহযোগিতা নিয়েছিল। শেখ হাসিনার আমলে বিগত ১৫ বছরে কথা বললেই গুম খুন হতে হতো। আলেমরা ছিল সব থেকে নির্যাতিত।

এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দনসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।