মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল নয়টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইড এর সদস্যরা বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জ ডিআইজি শাজাহান, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রায় ২৩টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।