মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের মানববন্ধন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে…
খাদ্য সামগ্রী নিত্য প্রযোজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও নির্মাণ সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)।
আজ মঙ্গলবার সকালে চারঘাট উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা শাখার সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী সদস্য নবাব আলী সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম রবি।
এসময় রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুকুল আলী দফতর সম্পাদক মিলন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ ইনসাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে অশুভ দিনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার। কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের প্রয়োজন। এছাড়াও নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।