মেয়েদের আধুনিক ফুটবল একাডেমি নির্মাণের লক্ষ্যে রাজশাহীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্টেডিয়াম পরিদর্শন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে মেয়েদের আধুনিক ফুটবল একাডেমি নির্মাণের লক্ষ্যে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ঢেলে সাজানোর লক্ষ্যে মাগুরা, জামালপুর, ও রাজশাহীতে তিনটি ফুটবল একাডেমি নির্মাণের রূপরেখা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বিশেষ করে নারী ফুটবলাদের প্রশিক্ষণের জন্য রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নির্মিত হবে আধুনিক ফুটবল একাডেমি। স্টেডিয়ামের অবস্থা মোটামুটি ভালো রয়েছে শুধু এখানকার সঙ্গে সমন্বয় করে সুযোগ সুবিধা বৃদ্ধি করে মেয়েদের জন্য আধুনিক একাডেমি নির্মাণ করা হবে। সারাদেশ থেকে মেয়েরা এসে এখানে প্রশিক্ষণ গ্রহণ করবে। এখানে ২৫ থেকে ৫০ জন নারী ফুটবলাদের আবাসনের ব্যবস্থাও করা হবে।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ণ দপ্তরের পরিচালক সারোয়ার জাহান, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।