যথাযোগ্য মর্যদায় রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

যথাযোগ্য মর্যদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে বিভাগীয় মহানগরি রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে।

এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও ওলামায়েকেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রধান এই ঈদ জামাতে নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন, মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ পর মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ-শান্তি-,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।