রাজশাহীতে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের  প্রতিবেদনে…

রাজশাহীতে ৩ দিনব্যাপী (২৮-৩০ মে) ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে গত সোমবার (৩০ মে) বিকেল ৩টার দিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদ প্রদান করা হয়। এদিন রাজশাহীর উপশহর এলাকার একটি রেস্টুরেন্টে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক আরিফুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
বক্তব্য শেষে ৩৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
টানা ৩ দিনের প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট, অনুসন্ধানী রিপোর্টিয়ের বিভিন্ন ধরন ও প্রকরণ, অনুসন্ধানী ও ডেপথ রিপোর্টিংয়ের মধ্যে পার্থক্য, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল ও পদ্ধতিসহ বিভিন্ন অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির ক্ষেত্রে সোর্সের ব্যবহার এবং গণমাধ্যমের ভাষা ও সাংবাদিকতার একাল-সেকাল নিয়ে প্রশিক্ষকরা বিস্তর আলোচনা করেন।
এর আগে গত শনিবার অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী হয়। এতে উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান।
সেদিন প্রশিক্ষণের সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবির মহাপরিচালক (ডিজি) ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ। এছাড়াও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।