রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

নানা আয়োজনে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বক্তারা ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন। সেইসাথে বিএনপি’র হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে বাটার মোড় থেকে নেতৃবৃন্দ বর্নাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে সভাপতিত্ব করেন রাজমাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানাসহ ছাত্রদলের নেতাকর্মীরা।