রাজশাহীতে একটি হত্যা মামলায় রায়ে দুইজনের মৃত্যুদন্ড

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর এক হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও আরেক আসামীকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ জানুয়ারি বাঘা থানার তেতুলিয়া কামারপাড়া এলাকার এক আম বাগানে কোম্পানির সেলসম্যান জহিরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে মাসুদ রানা ও আমিনুল ইসলাম নামের দুই যুবক। ঘটনার পরদিন তার ভাই রুহুল আমিন বাদী হয়ে তিনজনকে আসামী করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মূলত মোবাইলের ৩৫ হাজার টাকা ফেরত দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংগঠিত করে দুর্বৃত্তরা। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়ার দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করে আদালত।

এছাড়া ৪১১ ধারায় মামলার আলামত নিজ বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে আরেক আসামী মেহেদী হাসান রকিকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।