রাজশাহীতে ঢাকা পেস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

সারদেশের মতো বিভাগীয় শহর রাজশাহীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে গুণীজনদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা পোস্টের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড  গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, করোনা মহামারির সময় বিশেষ অবদানের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক, শহীদ জামিল বিগ্রেড রাজশাহী’, বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেয়ার জন্য রাজশাহী সিটি করপোরেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজির প্রতিনিধি পুলিশ সুপার আব্দুস সালাম, রাজশাহী মহানগর ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, উপাধ্যক্ষ ওলিউর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী রক্ষা আন্দোলনের সমন্বয়ক জামাত খাঁন, ঢাকা পোস্টের রাজশাহী বিভাগীয় প্রধান ফেরদৌস সিদ্দিকীসহ অন্যন্য গনমাধ্যম ব্যক্তিবর্গ।