রাজশাহীতে “উইম্যান ভয়েজ এন্ড লিডারশীপ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে “উইম্যান ভয়েজ এন্ড লিডারশীপ বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে মহানগরীর একটি রেস্টেুরেন্টে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও কানাডার গ্লোবাল এ্যাফেয়ার্স অর্ধায়নে এ প্রকল্পের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদিকা সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদিকা জয়িতা পলিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায়, হিজড়া জনগষ্ঠিদের মান উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর রাহনুমা শারমিন সমাপ্তি ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শ্যামল কুমার ঘোষ, ফায়জুল্লাহ চৌধুরী, শিকদার আলী ও জামাত খান উপস্থিত ছিলেন।