রাজশাহীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে তানোর উপজেলার সূশীল সমাজের প্রতিনিধিদের সাথে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর সুলতানাবাদ প্রকল্প অফিসে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন ও ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের বিভিন্ন কর্মসূচী সর্ম্পকে আলোচনা করা হয়। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব প্রতিষ্ঠান ও প্রকল্পের কাজ সর্ম্পকে আলোচনা করেন।
সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় গ্রাম্য চিকিংসক আনোয়ার হোসেন আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের এই উদ্দোগ্যের প্রশংসা করে বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার যে কোন ঘটনায় দ্রুত সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ মহিলা ইউ পি মেম্বার বেবিয়ারা বলেন, নারী ও শিশু নির্যাতন এখন প্রতিনিয়ত ঘটছে, আমরা এ প্রকল্পের মাধ্যমে তা প্রতিহত করবো।
প্রসঙ্গত, মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে অগ্নি প্রকল্প। এ কাজে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে। অগ্নি প্রকল্প নিয়ে ব্র্যাকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। রাজশাহী এবং গাজিপুর জেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।#