রাজশাহীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই লাখ মানুষের মাঝে টিসিবি’র পণ্য আগামিকাল থেকে বিক্রয় শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

সারাদেশের মতো রাজশাহীতেও আগামিকাল থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।
আজ শনিবার দুপুরে এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা প্রসাশক মো: আব্দুল জলিল।
এসময় জেলা প্রশাসক বলেন, রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুই লাখ মানুষের কাছে এ পণ্য বিক্রয় করা হবে। প্রথম ধাপে ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল বিক্রয় করা হবে। যা প্রতি লিটার তেল ১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫০টাকা, মসুরের ডাল প্রতি কেজি ৬৫ টাকা দামে বিক্রয় করা হবে।
আর দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ সকল পণ্যের সাথে দুই কেজি করে ছোলা যুক্ত হয়ে বিক্রয় করা হবে। এবার টিসিবির পণ্যের যে কোন অনিয়ম ঠেকাকে কঠোরভাবে মনিটরিং করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. শাহিদুল ইসলামসহ রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপিস্থত ছিলেন।