রাজশাহীতে বইছে মাঝারি তাপদাহ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহীর উপর দিয়ে বইছে মাঝারি ধরণের তাপদাহ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা মাঝারি তাপদাহ হিসেবে গণ্য করা হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রেজওয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এর গত পরশু দিন রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রী রেকর্ড করা হয়। আর এর মধ্যে দিয়ে রাজশাহীতে চলছে মাঝারি তাপপ্রবাহ।
তিনি আরও জানান, আগামি তিন-চার দিনের মধ্যে রাজশাহীতে বৃষ্টি না হলেও হালকা ঝড়ো হাওয়াসহ কোথাও কোথাও সামান্য বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।