রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে জেলার আহ্বায়ক চাঁদসহ গ্রেফতার ৭

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে দুই দফা লাঠিচার্জ এবং ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় পুলিশের লঠিচার্জে অন্তত আহত ৮ জন নেতাকর্মী হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতারা।

আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর ভূবনমোহন পার্কে মহানগর বিএনপি ও গণকপাড়া মোড়ে জেলা বিএনপি আলাদা ব্যানারে এই কর্মসূচি পালন করছিলো।

জেলা বিএনপি নেতারা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগরীর সাগরপাড়া বটতলা মোড়ে জেলা বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়ে পথ সভা শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠি চার্জ করে এবং ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে গণকপাড়া মোড়ে আসলে সেখানে দ্বিতীয় দফায় লাঠিচার্জ করা হয়। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে দলীয় কর্যালয়ে চলে যায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় পুলিশের লঠিচার্জে অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বিএনপিকে শুধুমাত্র মহানগরীর ভুবনমোহন পার্কে কর্মসূচির অনুমতি দেওয়া ছিল। কিন্তু তারা সাগরপাড়া বটতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে জনদুর্ভোগ তৈরির চেষ্টা করছিল। জনবিশৃংখলা সৃষ্টির অভিযোগে, রাস্তা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তবে কেউ আহত হয়নি।