রাজশাহীতে বিদ্যালয়ের পুকুর থেকে ব্যান্ডেজ বাধা কিশোরের মরাদেহ উদ্ধার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে ওই স্কুলের পুকুরে ব্যান্ডেজ বাধা অবস্থায় মরাদেহ ভাসতে দেখে স্থনীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনস্থলে এসে মরাদেহটি উদ্ধার করে। মৃত ওই কিশোরের নাম নাবিদুল ইসলাম অনুপম (১৫)। সে মহানগরীর তেরখাদিয়ার মধ্যপাড়া এলাকায় তার নানীর বাড়িতে থাকতো।

মৃত নাবিদুলের স্বজনেরা জানান, নাবিদুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন। এরইমধ্যে সে নিজের গায়ে আগুন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। হঠাৎ আজ সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে তার মরাদেহ পুকুরে পাওয়া যায়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।