রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী শাখার উদ্যোগে “বিশ্ব পরিবেশ দিবস” পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাপার রাজশাহী শাখার সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর সহ-সভাপতি এবং জামিল ব্রিগেডের সমন্বায়ক দেবাশীষ প্রামাণিক দেবু।
এছাড়া বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বাপার নির্বাহী সদস্য সুফিয়া বেগম, রাজশাহী জেলার রোভার সভাপতি রফিকুল ইসলাম মিলন, এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহী শাখার ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম নবী রনি, প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ভূ-পরিস্থিত পানির ব্যবহার নিশ্চিতকরণ, অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করণ, রাজশাহীর পদ্মা নদী কে ক্যাপিটাল ড্রেজিং করে পরিবেশ, কৃষি ও কৃষকসহ সকল শ্রেণীর মানুষকে মানুষ বাঁচানোর আহ্বান জানানো হয়।