রাজশাহীতে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার কার্যালয়ের উদ্যোগে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে সহকারী হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতির বানী পড়ে শোনান।
এসময় রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত ভারতীয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসকে ঘিরে হাই কমিশনার কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।