রাজশাহীতে র‌্যাব এর অভিযানে ৫৬০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহীর পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকার মোঃ কাওছার আলীর ছেলে মোঃ ইমন আলী।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা গ্রামের একটি আমবাগানের সামনের রাস্তায় একজন অবৈধদ্রব্যসহ অবস্থান করছে।

এমন তথ্য পেয়ে র‌্যাব সেখানে পৌঁছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি জানায় তার সাথে ইয়াবা ট্যাবলেট রয়েছে। এগুলো সে অজ্ঞাত ব্যাক্তির নিকট থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করেছিল।

এসময় আটককৃত ব্যাক্তির নিকট থেকে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।