রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের মাজারে জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদ বাদশা পুষ্পস্তবক অর্পণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

সংসদীয় গুরুত্বপূর্ন কাজ থাকায় একদিন আগেই জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ।

আজ সোমবার বেলা ১১টায় ৩রা নভেম্বার জেলহত্যা দিবস উপলক্ষে কাদিরগঞ্জ-এ অবস্থিত শহীদ এ.এইচ.এম কামরুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঅঞ্জলী অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবুসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট একদল বিপথগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর একই বছর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও জাতীয় চর নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহাম্মেদ,ক্যাপ্টেন এম মুনসুর আলী এবং এ.এইচ.এম কামারুজ্জামান কিছু সেনাসদস্যের বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন।