রাজশাহীতে সপ্তাহব্যাপি করোনা টিকার বুস্টার ডোজ শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের  প্রতিবেদনে

 

সারা দেশের ন্যায় রাজশাহীতেও করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ এই কর্মসূচির আওতায় ১৮ বছর বয়সের বেশি সবাই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারছেন।
আজ সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের স্ব-স্ব কার্যালয়, জেলার ৯ টি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকসহ মোট ২৪৪ টি কেন্দ্র বুস্টার ডোজ প্রদান করা হয়।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৭৪ শতাংশ মানুষ। দ্বিতীয় ডোজ ৭০ শতাংশ এবং বুস্টার ডোজ নিয়েছেন ১১ শতাংশ মানুষ। শুরুতে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এ দুই দিন টিকাদান কর্মসূচি চলবে। প্রয়োজনে তা আরো বাড়ানো হবে। ফ্রিজিং সুবিধা বিবেচনায় ফাইজার এবং সব স্থানে অন্যান্য টিকার ব্যবস্থা রাখা হয়েছে। যা সপ্তাহ ব্যাপী চলবে।