রাজশাহীতে হিরো মোটরসাইকেল কিনে গাড়ি বিজয়ীদের পুরস্কার বিতরণ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
নভেম্বর মাস জুড়ে বাইক মেলার আয়োজন করেছে বিশে^র বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটোকর্প ও নিলয় মটরস লিমিটেড। এর অংশ হিসাবে বুধবার দুপুরে রাজশাহী মহানগরীতে হিরো মোটরসাইকেল কিনে পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মোটরসাইকেল কিনে গাড়ি বিজয়ী মোশারফ হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন হিরো মোটাকর্প এর গ্লোবাল বিজনেস হেড সঞ্জয় ভান ও এইচএমসিএল নিলয় বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠানে জানানো হয়, হিরো মোটোকর্প ও নিটল নিলয় গ্রুপ যৌথভাবে যশোরে অত্যাধুনিক একটি কারখানা স্থাপন করেছে। এই কারখানায় প্রতি বছর দেড় লাখ মোটরসাইকেল ও স্কুটার তৈরি করা হচ্ছে। সারাদেশে ৫০০টিরও বেশি নেটওয়ার্কের মাধ্যমে এসব মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করা হচ্ছে।