রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়ায় দুটি যাত্রীবাহি বাসে হরতাল সমর্থকরদের আগুন

শেয়ার করুন

 

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় দুটি যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গোদাগাড়ী উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডলার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, হরতাল সমর্থকরা উদপুর মহাসড়কের উপর ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা রাস্তার উপর একটি ইটবাহী ট্রলি থামিয়ে দেয়। পরে ওই ইট রাস্তার উপর ভাঙা শুরু করে। তারা হরতালের সমর্থনে নানা শ্লোগান দেয়। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী শিমু-নুর-তাজ পরিবহনের একটি যাত্রীবাহি বাস সেখানে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় তারা বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডালার নামে এক যুবককে আটক করা হয়েছে। কারা কারা এর সাথে জড়িত তাদের সনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে গতকাল রাত ৯টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এ সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। বাসটি যাত্রী নামিয়ে দিয়ে নাটোর যাচ্ছিল। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের নিয়ে (রিজার্ভ ভাড়া) বাসটি নাটোর থেকে বাগমারা উপজেলার তাহেরপুর যায়। সেখানে শ্রমিকদের নামিয়ে দিয়ে নাটোর ফিরছিল। পথে ধোপাপাড়া ফিট মিলের পাশে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। এতে বাসে আগুন লেগে যায়। এ সময় আগুন দেখে বাস থামিয়ে দ্রুত নেমে যান চালক ও তার সহযোগী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৮ থেকে ১০ জন হরতাল সমর্থক গিয়ে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে বাস মালিক মামলা করবেন।