রাজশাহীর চারঘাটে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ লুৎফুুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোছা: উম্মে ছালমা। এসময় অন্যাদের মধ্যে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের এনএটিপি কৃষক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।