রাজশাহীর নারী উদ্যোক্তাদের মাত্র ৫ টাকায় খুশি বিক্রি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর নারী উদ্যোক্তারা মাত্র ৫ টাকা মূল্যে শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিক্রি করেছে। আজ বুধবার সকালে নগরীর আলুপট্টির মোড়ে রাজশাহীর নারী উদ্যোক্তাদের আয়োজনে মাত্র ৫ টাকা মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ঈদ খাদ্যসামগ্রী বিক্রি করা হয়।

৫ টাকায় খুশি কিনি শ্লোগানে নগরীর আলুপট্টির মোড়ে এ কার্যক্রম চালানো হয়। নারী উদ্যোক্ত ফোরামের খুশির হাট ফাউন্ডেশন আয়োজিত এই ব্যতিক্রমি উদ্যোগে একজন দুস্থ ব্যক্তি ৫ টাকার বিনিময়ে ৫০০ গ্রাম সেমাই, চিনি, তেল ও চাল যে কোন একটি পণ্য কেনার সুযোগ পান।

নিম্ন আয়ের মানুষদের ঈদ আনন্দে অংশীদার করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তরা।