রাজশাহীর সাবেক এমপি আসাদকে আরও দুটি মামলায় গ্রেফতার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থিত করা হয়। এসময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে ক্ষুব্ধ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফয়সাল তারেকের আদালতে আসামিকে উপস্থিত করা হয়। মামলা দুটিতে গ্রেফতার দেখানোর পর আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় দুটি দায়ের করা মামলায় আসাদকে গ্রেফতার দেখানো হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র‌্যাবের হাতে গ্রেফতার হয়। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।