রাজশাহীর হরিয়ানে মাদক প্রতিরোধে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর হরিয়ানে মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে যুব বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় হরিয়ান চিনিকল মাঠে হরিয়ান ফুটবল একাডেমী বনাম হাজরা পুকুর ফুটবল একাডেমীর মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় হরিয়ান ফুটবল একাডেমীকে একশূন্য গোলে পরাজিত করে হাজরা পুকুর ফুটবল একাডেমী।

খেলায় বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশহী মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মমিনুল করিম, রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল। আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, মাদক শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজের ক্ষতি করে। মাদক এবং সন্ত্রাসকে আমরা কখনো আশ্রয়-প্রশ্রয় দিব না। এসময় তিনি সামনে দূর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মন্দির পাহাড়া দেওয়ার আহ্বান জানান।