রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বিজয়ী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বেসকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৯৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল তালগাছ প্রতীকে পেয়েছেন ০৭ ভোট আর আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ০৪ ভোট।

জেলার নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী জানা যায়, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুর উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৫৫ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়া উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৪৯ ভোট, তানোর উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৪৪ ভোট, চারঘাট উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৪২ ভোট, পবা উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৮১ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৮৮ ভোট, বাঘা উপজেলার মীর ইকবাল পেয়েছেন ৭১ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুর উপজেলায় মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতারুজ্জামান পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট , আখতারুজ্জামান পেয়েছেন ১২১ ভোট।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলায় বিজয় র‌্যালি করেছেন।